বাগেরহাট

বাগেরহাটে লকডাউনের নিষেধাজ্ঞা না মানায় ৮৭ জনকে জরিমানা ও ৯ জনকে সাজা

বাগেরহাট, ০৫ জুলাই – বাগেরহাটে স্বাস্থ্যবিধি ও সার্বিক লকডাউনের নিষেধাজ্ঞা না মানায় ৯৬ জনকে ৭১ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন উপজেলার সড়ক ও মহাসড়ক এবং হাট-বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় ৮ জনকে তিনদিন ও ১ জনকে ১৫ দিনের করাদণ্ড দেয়া হয়।

বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, সরকার সারাদেশ ব্যাপি যে লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। লকডাউনের চতুর্থ দিনে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। যারা বিনা কারণে বাইরে এসেছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি। হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছি আমরা। আমাদের অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৫ জুলাই

Back to top button