বগুড়ায় দুইজন পরস্পরকে ছুরিকাঘাত: একজন নিহত
বগুড়া, ০৫ জুলাই- বগুড়া শহরের মালগ্রামে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুবাইর (২০) নামের এক যুবক। গতকাল রবিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে মারা যান তিনি।
নিহত জুবাইর সদর থানাধীন মালগ্রাম দক্ষিনপাড়ার টুলুর ছেলে।
এ ঘটনায় সাব্বির নামের আরেকজন ছুরিকাঘাতে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়ির সামনের সড়কে সাব্বির ও জুবাইরের মধ্যে মারামারি হয়। এতে উভয়েই একে অপরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে সাব্বিরকে রাত ১০টার দিকে এবং জুবাইরকে ১১টার দিকে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জুবাইরের মৃত্যু হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সাব্বির ও জুবাইর এক মাস আগেও চাকু নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল। সেই রেশ ধরেই হয়তো আজকেও তারা মারামারিতে লিপ্ত হন এবং একে অপরকে ছুরিকাঘাত করেন। পরে জুবাইর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফয়সাল মাহমুদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। তদন্ত করে শিগগির আইনের আওতায় আনা হবে।
সূত্রঃ কালের কণ্ঠ