ঢালিউড

‘মন্ত্রী’ হচ্ছেন শহীদুজ্জামান সেলিম

ঢাকা,০৫ জুলাই – মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা শহীদুজ্জামান সেলিম চলচ্চিত্রেও নিজেকে চিনিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার নির্মাতা তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে। ছবিতে তিনি একজন মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

এই ছবিতে তার সহ-অভিনেতা শাকিব খান। গত বছরও শাকিব খান আর শহীদুজ্জামান সেলিম ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করেছেন। কয়েক দিন আগে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

নতুন সিনেমার প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, টিমটা তারুণ্যনির্ভর। গতি আছে, স্বপ্ন আছে। আমার বিশ্বাস, সুন্দর কিছু একটা দর্শকেরা পাবেন।

সিনেমার পরিচালক তপু খান বললেন, এই সিনেমার গল্প চূড়ান্ত হওয়ার পর থেকেই এই চরিত্রের জন্য একটা নামই মাথায় ঘুরছিল, তিনি শহীদুজ্জামান সেলিম ভাই।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব খানের নায়িকা শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আর ১০ দিনের শুটিং হলেই সিনেমার কাজ শেষ হবে।

এস সি/০৫ জুলাই

Back to top button