ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কবীর সুমন
কলকাতা, ০৫ জুলাই- শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। গত সোমবার বর্ষীয়ান এ শিল্পী অসুস্থ হলে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা। শ্বাসকষ্ট নিয়ে কলকাতার এসএসকেএমে ভর্তি হন কবীর সুমন। পরে অবশ্য শিল্পী নিজেই জানান, তার ঠান্ডা লেগেছিল। ঢোঁক গিলতে পারছিলেন না। তবে শ্বাসকষ্ট বা বুকে ব্যাথা ছিল না।
হাসপাতালে নেওয়ার পর বয়সের কথা মাথায় রেখে দ্রুত তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। তবে এখন তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। উডবার্ন ওয়ার্ডের কেবিনে বসে শনিবার বিকালে নিজের হেলথ আপডেট দেন কবীর সুমন।
পাশাপাশি ধন্যবাদ জানান রাজ্য সরকার ও চিকিৎসাকদের। তিনি ফেসবুকে লিখেন- ‘বিকেল ৩.৪৫ এ কলকাতার এসএসকেএম থেকে। অক্সিজেন সহযোগিতা ছাড়াই। রাজ্য সরকার, রাজ্য সরকারের চিকিৎসকবৃন্দ, সেবিকাসেবকবৃন্দ, কর্মীবৃন্দকে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালবাসা। ক্রমশ সেরে উঠছি। সকলে ভাল থাকুন। শান্তি!’
দু’দিন আগে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকারের প্রশংসা করে তিনি বলেন-‘পশ্চিমবঙ্গের হাসপাতাল অনেক বেশি মানবিক স্পর্শে এগিয়ে আছে। পাশ্চাত্য দেশে একটা পেশার আস্তরণ রয়েছে।’ এর পিছনের কৃতিত্বটা মমতা সরকারকে দেন কবীর সুমন।
তিনি বলেন, ‘বামপন্থীরা কী বলছে, আমি তা নিয়ে চিন্তিত নই, আমার রাজ্যের মানুষ কী বলছেন সেটাই বড় কথা।’
সূত্রঃ সমকাল