ইউরোপ

হাসপাতালে ভর্তি খ্রিষ্টান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সি

রোম, ০৫ জুলাই – ইতালির রোমের এক হাসপাতালে ভর্তি হয়েছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের অপারেশন হবে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান প্রেস অফিস, রোববার বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন। সেখানে তার রোগের অপারেশন করা হবে। যা করবেন অধ্যাপক সার্জিও আলফিয়েরি। অপারেশনের পর তার সবশেষ অবস্থা জানানো হবে।

প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রবিবারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস।

এরআগে রোববার ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যাটিকান বলেছে যে তাকে ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ এর জন্য চিকিৎসা করা হচ্ছে। সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৫ জুলাই

Back to top button