ক্রিকেট

লঙ্কান লিগে সাকিব-তামিমদের খেলার সম্ভাবনা কম

আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদেরও। সেই লক্ষ্যে আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব সাতজন খেলোয়াড়ের নাম নিবন্ধন করে। কিন্তু বাংলাদেশের খেলা থাকায় ছাড়পত্র পাবেন না দেশের কোন ক্রিকেটার

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে বাংলাদেশের ৭ খেলোয়াড় নিবন্ধন করেছে। সেই ৭ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং সৌম্য সরকার।

৩০ জুলাই থেকে শুরু হয়ে এলপিএল চলবে ২২ আগস্ট পর্যন্ত। এর মধ্যেই আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই নতুন চুক্তি অনুযায়ী দেশের খেলা রেখে বিদেশের কোন লিগে খেলতে পারবেন না সাকিব-তামিমরা।

এ প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, আগে দেশের খেলাই খেলবেন ক্রিকেটাররা। পরে সুযোগ থাকলে বিদেশি লিগগুলোতে যাবেন তারা।

ক্রিকবাজে আকরাম খান বলেছেন, ‘এলপিএলের শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা থাকতে পারবে না। কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ রয়েছে। আমাদের আরও সম্ভাব্য সিরিজ আছে। তবে মাঝে কিছু ফাঁকা সময় আছে। তারা ঐসময়ে গিয়ে এলপিএল খেলতে পারবে।’

সূত্রঃ সমকাল

Back to top button