অনুশীলন ম্যাচ আত্মবিশ্বাস জোগাচ্ছে মিরাজকে
হারারে, ০৫ জুলাই – জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের আগে হয়ে গেল দু’দিনের অনুশীলন ম্যাচ। যেখানে ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত দেখা গেছে সাইফ হাসান (৬৫*), নাজমুল হোসেন (৫২*), সাকিব আল হাসানদের (৭৪*)।
দীর্ঘ ষোলো মাস পর টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদও (৪০*)। তার ব্যাটেও এসেছে রান। আগামী ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে ব্যাটসম্যানদের এমন পারফর্ম আত্মবিশ্বাস দিচ্ছে মেহেদী হাসান মিরাজকে।
“আমাদের ব্যাটসম্যানরা অনেক পজিটিভ ক্রিকেট খেলেছে। যা আমাদের টেস্ট ম্যাচে অনেক আত্মবিশ্বাস দেবে। যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারি তাহলে ব্যাটসম্যানরা ভালো খেলবে। অনেক রান করতে পারবে।”
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত ছিল টাইগার স্পিনাররা। সাকিবের সঙ্গে মিরাজও উইকেট নিয়েছে সমান তালে। দুজনে নিয়েছেন ৩টি করে উইকেট। মিরাজ জানালেন, সাকিবকে সমর্থন দিতে পেরেছেন ঠিকঠাক।
“স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই খুব ভালো শুরু করেছে। আমিও সাকিব ভাইকে ভালো সমর্থন দিয়েছি। এটা আমাদের দলের জন্য সুবিধার কারণ স্পিনাররা উইকেট পেয়েছি। স্পিনাররা যদি উইকেট পাই বা রান থামিয়ে রাখতে পারি তাহলে দলের জন্য ভালো।”
দলে যোগ দিয়েছেন টাইগারদের নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। আন্তর্জাতিক ক্রিকেটের এই সফলতম কোচের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি কোচের ট্যাকনিকও কাজে লাগানোর কথা জানিয়েছেন মিরাজ।
“আমাদের নতুন যে স্পিন কোচ আছে, সে অবশ্যই আমাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে। অবশ্যই তিনি অনেক সফল বোলার। আমাদের সঙ্গে তিন চার দিন কাজ করেছে। আমাদের সঙ্গে কথা বলেছে। আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিকাল যেসব দিক নিয়ে তিনি কাজ করছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারে তাহলে আমাদের জন্য ভালো হবে। তিনি যেসব কৌশল আমাদের দেখাচ্ছেন, এসব যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে খুব উপকার হবে।”
সূত্র : আরটিভি
এন এইচ, ০৫ জুলাই