ক্রিকেট

ব্যাটে-বলে এগিয়ে থেকে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ

হারারে, ০৫ জুলাই – বাংলাদেশ ও জিম্বাবুয়ে একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে ড্র’তে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৩১৩ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের ভালোই ভোগায় টাইগার ব্যাটসম্যানরা।

ওপেনার সাদমান ইসলাম রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার সাইফ হাসান ৬৫ রান করে যান বিশ্রামে। নাজমুল হাসান শান্তও বিশ্রামে যান ৫২ রান করে।

অধিনায়ক মুমিনুল হক ৩১ রান করে ফেরেন। লম্বা সময় পর সাকিব আল হাসান দেখা পেয়েছেন রানের। ৭৪ রান করে নেন বিশ্রাম। লিটন দাসও বিশ্রামে যান ৩৭ রান করে।

১৬ মাস পর সাদা পোশাকে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থেকেছেন ৪০ রানে। সঙ্গে মেহেদী হাসান মিরাজও ৩ রানে অপরাজিত মাঠ ছাড়েন। জিম্বাবুয়ের পক্ষে ১টি করে উইকেট নেন লুক জঙ্গি ও মিলটন শুম্বা।

জিম্বাবুয়ে একাদশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অল-আউট হয়েছে ২০২ রানে। সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে দিয়ে আসে একের পর এক উইকেট।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেছেন টিমিচেন মারুমা। এছাড়া ৩২ রান আসে ওপেনার তাকুদজা কাইতনোর ব্যাট থেকে। বাকিরা টেস্ট মেজাজে থাকলে রান করতে পারেননি।

সাকিব ও মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট। এছাড়া ২ উইকেট নেন শরিফুল ইসলাম, ১ উইকেট করে নেন তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

১১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন প্রথম ইনিংসে ব্যাটিং না করা তামিম ইকবাল। তবে বেশীক্ষণ ব্যাট করা হয়নি। ২২ রান করতেই ঘোষণা আসে ম্যাচ ড্র’য়ের।

ম্যাচ ড্র’তে নিষ্পত্তি হলেও ব্যাটে-বলে দারুণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। সাকিবের রানে ফেরা, উইকেট পাওয়া। ১৬ মাস পর মাহমুদউল্লাহ ইংগিত দিয়েছেন রানে ফেরার।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৫ জুলাই

Back to top button