মডেলিং

এক বিজ্ঞাপনে ১৭০ জন!

ঢাকা, ০৪ জুলাই – শরাফ আহমেদ জীবন একজন নির্মাতা। তবে দর্শকদের কাছে তিনি এখন একজন অভিনেতা হিসেবে পরিচিত। ব্যাচেলর পয়েন্টের বোরহান হিসেবেই পরিচিতির ব্যাপ্তিটা ছড়িয়ে পড়েছে। অভিনয় শখের হলেও নির্মাণ কাজ থেমে নেই।

এবার জীবন আকাশ ডিটিএইচের আরেকটি নতুন বিজ্ঞাপন নির্মাণ করলেন। তবে এবারের বিজ্ঞাপনে নেই কোনো তারকা। তবে বিজ্ঞাপনে আছে গল্প। নির্মাতা বললেন, সর্বশেষ আকাশের বিজ্ঞাপনে নিশো ও তানজিন তিশাকে নিয়ে কাজ করলেও এবারের বিজ্ঞাপনে বড় কোনো তারকা নেই। গল্পই এই বিজ্ঞাপনের তারকা। সম্প্রতি বিশাল আয়োজনে রাজধানীর মেরাদিয়ায় শুটিং করলাম।

শরাফ আহমেদ জীবনের বিজ্ঞাপন সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা জানেন জীবনের বিজ্ঞাপনের গল্পগুলো একটু অন্য টাইপের হয়। গল্পে গল্পে পণ্যের গুণাগুণ বুঝিয়ে দেন তিনি। এবারের বিজ্ঞাপনেও তার কোনো ব্যতিক্রম হবে না। এবারের বিজ্ঞাপনে ১৭০ জন কলাকুশলী অংশ নিয়েছেন। পরিচালক বললেন, এবারের বিজ্ঞাপনের গল্পটিও দর্শকদের পছন্দ হবে।

একাধিক দর্শকপ্রিয় নাটকের স্রষ্টা শরাফ আহমেদ জীবন। পরিচালক হিসেবে শুরু হয়েছিল ২০০৬ সালে ‘ঘর নাই’ নাটকের মাধ্যমে। তার জনপ্রিয় নাটগুলো হচ্ছে, সিরিয়াস একটা কথা আছে, সিরিয়াস কথার পরের কথা, হাওয়াই মিঠাই, কয়েদি, উচ্চ মাধ্যমিক সমাধান, চৌধুরী সাহেবের ফ্রী অফার, জন্মদিন, ছায়াবাজি, পুরান ঢাকার ফুলভাই, আবার তোরা সাহেব হ।

জীবনের নির্মিত বিজ্ঞাপনগুলো হচ্ছে, গ্রামীণ ফোনের ‘আমরা আমরাই তো, নাম্বার ওয়ান চা ডিনেটের আপনজন, ইউসিবি ব্যাংকের মানি ভাই, বিডিডিএল নতুন ধারার, লেইট করলেই লস!,প্রাণ ডেইরি,আকাশ ডিটিএইচ, সার্ফ এক্সেলের দাগ থেকে নতুন কিছু শিখা, ক্রিকেটার রুবেল হোসাইনকে নিয়ে মর্টিন মশার কয়েল এবং মোশাররফ করিমকে নিয়ে নাম্বার ওয়ান চায়ের বিজ্ঞাপন।

এম ইউ/০৪ জুলাই ২০২১

Back to top button