জাতীয়

করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশের দেহে ডেল্টা ভ্যারিয়েন্ট

ঢাকা, ০৪ জুলাই – দেশে গত মাসে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশের দেহে ভারতে শনাক্ত হওয়া ‘ডেল্টা’ ধরন পাওয়া গেছে।

জুন মাসে করোনার জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

রোববার ‘বাংলাদেশে কোভিড–১৯ ভেরিয়েন্টের (ধরন) সর্বশেষ তথ্য’ শিরোনামে এক প্রতিবেদনে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। এর অংশ হিসেবে জুন মাসের জিনোম সিকোয়েন্সে দেখা যায়, করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশই ভারতীয় ধরনে সংক্রমিত।

প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিল মাসে বাংলাদেশে ডেল্টা ধরন শনাক্ত হওয়ার পর এর হার বাড়তে শুরু করে। মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।

সূত্র : সমকাল
এম এউ, ০৪ জুলাই

Back to top button