কক্সবাজার

কক্সবাজারে ​লকডাউন দেখতে এসে জরিমানা গুনলো ২১৪ জন

কক্সবাজার, ০৪ জুলাই – কঠোর লকডাউনের চতুর্থদিনে কারণ ছাড়া বাইরে বের হওয়ায় কক্সবাজারে ২১৪ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার ৩০টি অভিযানে ২০৭টি মামলায় ১ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা এ তথ্য জানিয়েছেন।

লকডাউনে বিধিনিষেধ অম্যান্য করায় এ নিয়ে মোট ১৪৩ অভিযানে ৭৯১টি মামলা হলো। এছাড়া ৮২৯ জনকে ৫ লাখ ৯৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, ‘কোনো কারণ ছাড়া বাইরে যারা ঘোরাফেরা করছে তাদের জরিমানা করা হয়। লকডাউনের তৃতীয় দিনে তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়। চতুর্থ দিনে কাউকে কারাদণ্ড দেয়া হয়নি।’

রোববার চতুর্থ দিনেও শহরের প্রতিটি মোড়ে মোড়ে ছিল পুলিশের চেকপোস্ট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৪ জুলাই

Back to top button