‘মেসি প্রত্যেক দিন আমাদের অবাক করে’
লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দুরন্ত গতিতে ছুটছে। রোববার (৪ জুলাই) ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার কোপা আমেরিকার সেমিফাইনালে আলবিসেলেস্তেরা। দুটি গোল করিয়ে, আরেকটি করে পাঁচ ম্যাচে চারবার ম্যাচসেরা হন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। তার ছোঁয়ায় বদলে যাচ্ছেন দলের অন্য খেলোয়াড়রাও।
মেসির নেতৃত্ব নিয়ে লাউতারো মার্তিনেজ বলেছেন, ‘আমরা সবাই মেসির নেতৃত্বকে অনুসরণ করি। আজ আবার আমরা দেখলাম তিনি কীভাবে পার্থক্য গড়ে দেন এবং সবাই তাকে সঙ্গ দিচ্ছি। আমরা খুশি এবং সবকিছুর জন্য লড়াই করছি আমরা।’
লাউতারো সঙ্গে সুর মেলান নিকোলাস গনসালেজ, ‘মেসি আমাদের প্রত্যেক দিন অবাক করে। প্রত্যেক সময় সে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং আমাদের কাছেও তা প্রত্যাশা করে। সে আমাদের আত্মবিশ্বাস ও আনন্দ দেয়। আমাদের অবশ্যই তার পথে ধাবিত হতে হবে এবং উপভোগ করতে হবে। আমরা বড় স্বপ্ন দেখি। কিন্তু ম্যাচ ধরে ধরে এগোতে হবে। জেতার অস্ত্র আছে আমাদের।’
আগামী ৭ জুলাই ব্রাসিলিয়ায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। এই দলটির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছিল তাদের। সেমিফাইনাল প্রতিপক্ষ নিয়ে সতর্ক লাউতারো, ‘মাঠের কঠিন অবস্থা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি সেরাটা দিতে এবং ভালো ছাপ রাখতে চেয়েছিলাম। এখন আমাদের বিশ্রাম নেওয়ার পর কলম্বিয়াকে নিয়ে ভাবতে হবে। তাদের বিপক্ষে সম্প্রতি আমরা খেলেছি, তারা হবে শক্ত প্রতিপক্ষ।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ জুলাই