ফুটবল

বার্সা থেকে ধারে উলভসে ত্রিনকাও

ঢাকা, ০৪ জুলাই – এক বছরের জন্য ধারে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব উলভসে যোগ দিয়েছেন বার্সেলোনা উইঙ্গার ফ্রান্সিস্কো ত্রিনকাও। তাকে একেবারে কিনে নেওয়ার পথও খোলা রেখেছে তারা।

২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডকে গত মৌসুমে ব্রাগা থেকে চুক্তি করে বার্সা। সব মিলিয়ে রোনাল্ড কোম্যানের দলে তিনি খেলেছেন ৪৩ ম্যাচ। তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে। ৭ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগে আর কোপা দেল রের পাঁচ ম্যাচ।

এবার ত্রিনকাও নতুন মৌসুম খেলবেন উলভসের হয়ে। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর স্কট সেল্লার্স বলেছেন, ‘তিনি একজন রোমাঞ্চকর খেলোয়াড়। তার পজিশনের খেলোয়াড় আমরা চাই। আশা করি ভক্তরা তার খেলা উপভোগ করবে।’

ত্রিনকাওয়ের আগে ২০ বছর বয়সী ইয়ার্সন মাসকুয়েরার সঙ্গে চুক্তি করে উলভস।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ জুলাই

Back to top button