মুন্সিগঞ্জ

লকডাউনের ৪র্থ দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট যানবাহন শূন্য

মুন্সীগঞ্জ, ০৪ জুলাই – করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলা কঠোর লকডাউনের চতুর্থদিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথ যাত্রী ও যানবাহন শূন্য।

রোববার সকাল থেকে এই নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে। তবে কঠোর লকডাউনের কারণে শিমুলিয়া ঘাট যাত্রীশূন্য হয়ে পড়েছে।

যানবাহনের পরিমাণ খুবই কম থাকায় নৌরুটে ফেরির সংখ্যাও কমানো হয়েছে। বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি সচল রাখা হলেও গাড়ি না থাকায় ঘাটে অলস বসে আছে ফেরিগুলো।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, যাত্রীর চাপ নেই। পুরো ঘাট খালি। কিছু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপার হয়।

তিনি জানান, যাত্রী ও যানবাহন না থাকায় ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ৮টি ফেরি। যাত্রী বা যানবাহনের চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী ফেরির সংখ্যা বাড়ানো হবে।

সূত্র: সমকাল
এম ইউ/০৪ জুলাই ২০২১

Back to top button