শাহরুখ ও গৌরী কন্যা সুহানাকে নিয়ে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য
মুম্বাই, ২০ অক্টোবর- বলিউডে এখনও তিনি পা রাখেননি, তবে তাঁকে নিয়ে চলে অরিবাম চর্চা। বলিউডের বাদশার একমাত্র মেয়ে বলে কথা। বি টাউনে পা না রাখলেও,তাঁর ভক্ত এবং অনুরাগীর সংখ্যা বেশ ঈর্ষণীয়। বুঝতেই পারছেন শাহরুখ-কন্যা সুহানা খানের কথাই বলা হচ্ছে। এবার সেই সুহানা খানের একটি ছবি ভাইরাল হল সামাজিক মাধ্যমে। যেখানে শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খানের সঙ্গে বেশ মিল পাওয়া যাচ্ছে সুহানা খানের।
শাহরুখ খানের মায়ের সঙ্গে তাঁর মেয়ের মুখের আদলের মিল দেখে উচ্ছ্বসিত বাদশা খানের ভক্তরা। এমনকী সুহানা তাঁর ঠাকুমার প্রতিমূর্তি বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন।
সুহানা একেবারেই তাঁর ঠাকুমা (দাদিজি)-র মতো হয়েছেন বলে নেট জনতার একাংশ মত প্রকাশ করতে শুরু করেন।
আরও পড়ুন: তিন অভিনেত্রীর ভিডিও ভাইরাল!
জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান কিংবা অনন্যা পান্ডে বা আলায়া ফার্নান্ডেজ। তারকা সন্তানদের বলিউডে পা রাখা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। যদিও সুহানা এই মুহূর্তে বি টাউনে পা রাখছেন না বলেই ইঙ্গিত দেন শাহরুখ। বর্তমানে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ডিগ্রি সম্পন্ন করে তবেই সুহানা বলিউডে পা রাখবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহরুখ খান।
এদিকে শাহরুখ-কন্যাকে বলিউডে আনার জন্য নাকি প্রস্তুত একাধিক পরিচালক, প্রযোজক। সঞ্জয় লীলা বনশালি থেকে করণ জোহর, প্রায় প্রত্যেকেই নাকি সুহানা খানে ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত। যদিও খান পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও সদর্থক ইঙ্গিত দেওয়া হয়নি।
আডি/ ২০ অক্টোবর