জেনে নিন কোন আকৃতির মুখে কেমন আইভ্রু মানানসই
চোখের উপরের এই আইভ্রু সৌন্দর্যের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীদের সাজগোজের অন্যতম প্রধান কাজটি হচ্ছে সঠিকভাবে আইভ্রু আঁকানো এবং সঠিক শেপে আইভ্রু প্লাক করা। পুরো সাজগোজ একেবারেই অসম্পূর্ণ লাগে যদি আইভ্রু ঠিক মতো আঁকানো না হয়। তেমনই মুখের আকৃতির সাথে মিলিয়ে আইভ্রু প্লাক না করলেও মুখের আকৃতি পাল্টে যায়। তাই জেনে নেয়া উচিত কোন আকারের মুখের সাথে কোন শেপের আইভ্রু মানানসই। নতুবা ভুল শেপের আইভ্রু মুখের সৌন্দর্যই নষ্ট করে দিতে পারে।
১) ডিম্বাকৃতি মুখ
যদি আপনার মুখ ডিম্বাকৃতির হয়ে থাকে তাহলে সফট অ্যাঙ্গেলড আইভ্রু আপনার জন্য মানানসই। ভ্রুয়ের শুরু থেকে চোখের মাঝ বরাবর পর্যন্ত সোজা উঠে গিয়ে ধীরে ধীরে কার্ভ হয়ে আসা ভ্রু আপনার মুখের আকৃতির জন্য পারফেক্ট।
২) লম্বাটে মুখ
লম্বাটে মুখের অধিকারী মানুষের এমন আইভ্রু প্রয়োজন যাতে মুখের আকৃতি একটু খাটো দেখায়। আর এর জন্য ফ্ল্যাট আইভ্রু মানানসই। অর্থাৎ ভ্রুয়ে খুব কম বাক থাকবে।
৩) গোলাকৃতি মুখ
গোলাকৃতি মুখের জন্য হাই কার্ভের আইভ্রু মানানসই। লক্ষ্য রাখবেন যেনো আপনার ভ্রুতেও গোলাকৃতি চলে না আসে। চোখের উপরের হাড়ের উঁচু স্থান পর্যন্ত গভীর একটি কার্ভ তৈরি করে অল্প গোলাকৃতি ভ্রু মানানসই হবে।
৪) চারকোণা মুখ
চারকোণা মুখের জন্য পাওয়ার ভ্রু সবচাইতে মানানসই। এই ধরণের ভ্রুতে গভীর কার্ভ থাকে কোনো ধরণের গোল অংশ ছাড়াই। ভ্রুয়ের শুরু থেকে চোখের উপরের উঁচু হাড় পর্যন্ত সোজা উঠে যাওয়া এবং ভ্রুয়ের শেষ পর্যন্ত সোজা নেমে যাওয়া অর্থাৎ কোন তৈরি করা ভ্রু চারকোণা মুখের জন্য পারফেক্ট।
৫) হার্ট আকৃতির মুখ
হার্ট আকৃতির মুখের জন্য গোলাকৃতি আইভ্রু মানানসই। আপনি চাইলে ভালো করে কার্ভ করে গোলাকৃতি আনতে পারেন ভ্রুয়ে, এতেও বেশ ভালো মানাবে।
এস সি