ব্যবসা

এ বছর কে কত আয় করলেন ইনস্টাগ্রাম থেকে

 

সামাজিক যোগাযোগমাধ্যমে আমজনতা দিনে কতো রকমের পোস্টই না দিয়ে থাকেন। ভাবুন তো, একেকটা পোস্টের জন্য শ’ খানেক টাকাও যদি কামানো যেত কতোই না ভালো হতো। সাধারনের পোস্ট থেকে কানাকড়ি না পেলেও তারকাদের একটি স্পন্সরড পোস্ট কিন্তু আয় করছে কোটি টাকা! আর এ বছরের সেরাদের মধ্যে ২৭ নম্বরে আছেন বলিউড থেকে আসা আন্তর্জাতিক তারকা প্রিয়াংকা চোপড়া। অবশ্য ভারতীয় হিসেবে তিনি দ্বিতীয়। কারণ ১৯ নম্বরটা দখল করে আছেন বিরাট কোহলি। এদিকে খান কিংবা বচ্চনরা কেউ এ বছরের তালিকায় নেই। ইন্সটাগ্রামে সহজেই সবাই স্পন্সরড পোস্ট দিতে চায় না। তা না হলে শাহরুখ খান, আলিয়া ভাটও কিন্তু পোস্ট প্রতি আয় করেন কোটি রুপির বেশি!

২০২১ সালের জুন পর্যন্ত প্রতি পোস্টে ১৬ লাখ ৪ হাজার ডলার আয় করে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন সবার শীর্ষে। ফুটবল জাদুকর মেসি আছেন তালিকার ৭ নম্বরে। আর প্রথম ২০ জনের মধ্যে বেশিরভাগই হচ্ছেন গায়ক-গায়িকা নয়তো নায়ক-নায়িকা।

ক্রিস্টিয়ানো রোনালদো- ১৬ লাখ চার হাজার ডলার

ডোয়েইন জনসন (রক)- ১৫ লাখ ২৩ হাজার ডলার

আরিয়ানা গ্রান্ডে- ১৫ লাখ ১০ হাজার

কাইলি জেনার- ১৪ লাখ ৯৪ হাজার

সেলেনা গোমেজ- ১৪ লাখ ৬৮ হাজার

কিম কারদাশিয়ান- ১৪ লাখ ১৯ হাজার

লিওনেল মেসি- ১১ কোটি ৬৯ হাজার

বিয়ন্সে- ১১ লাখ ৪৭ হাজার ডলার

জাস্টিন বিবার- ১১ লাখ ১২ হাজার ডলার

কেন্ডাল জেনার- ১০ লাখ ৫৩ হাজার ডলার

টেইলর সুইফট- ১০ লাখ ১২ হাজার ডলার

জেনিফার লোপেজ- ৯ লাখ ৮৮ হাজার

কোলি কারদাশিয়ান- ৯ লাখ ৪৯ হাজার

নিকি মিনাজ- ৮ লাখ ৭৪ হাজার ডলার

মাইলি সাইরাস- ৮ লাখ ৩৮ হাজার ৩০০ ডলার

নেইমার জুনিয়র- ৮ লাখ ২৪ হাজার ডলার

কোর্টনি কারদাশিয়ান- ৭ লাখ ৮৫ হাজার ডলার

কেভিন হার্ট- ৭ লাখ ৬ হাজার ডলার

বিরাট কোহলি- ৬ লাখ ৮০ হাজার ডলার

ডেমি লোভাটো- ৬ লাখ ৬৮ হাজার ডলার

২৭ নম্বরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া পাচ্ছেন পোস্ট প্রতি ৪ লাখ ৩ হাজার ডলার। হলিউডে নতুন পা রেখেও প্রিয়াঙ্কা কিন্তু ইনস্টাগ্রামে ছাড়িয়ে গেছেন এমা ওয়াটসনকেও।

সূত্রঃবাংলা ট্রিবিউন

Back to top button