নীলফামারীতে একদিনে ৫০ জনের করোনা শনাক্ত
নীলফামারী, ০৪ জুলাই – নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ এসেছে। শনিবার (৩ জুলাই) ১২৬ নমুনায় শনাক্তে জেলার গড় হার বেড়ে দাড়িয়েছে ৩৯.৬৮। এটিই জেলার সর্বোচ্চ আক্রান্ত।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়। নীলফামারী সদরে ৪৫ নমুনায় ২০ জন পজেটিভ। সৈয়দপুর উপজেলায় ৪৭ নমুনায় ১৭ জন পজেটিভ। ডোমার উপজেলায় ১৮ নমুনায় ৫ জন পজেটিভ। ডিমলা উপজেলায় ৪ নমুনায় ৪ জন পজেটিভ। জলঢাকা উপজেলায় ৯ নমুনায় ৩ জন পজেটিভ এবং কিশোরীগঞ্জ উপজেলায় ০৩ নমুনায় ০১ জন পজেটিভ।
দিনাজপুর পিসিআর’ ল্যাব এ নীলফামারীর ৩০ নমুনায় ৯ জন পজেটিভ। এরমধ্যে জেলা সদরে ৮ জন ও জলঢাকা উপজেলায় ১জন। রংপুর পিসি আর ল্যাব এ নীলফামারীর ৭ নমুনায় ৩ জন পজেটিভ। এরমধ্যে ডিমলা উপজেলায় ২ জন ও সৈয়দপুর উপজেলায় ১ জন। নীলফামারী সদর হাসপাতালের এন্টিজেন নমুনা পরীক্ষায় ৯ জনের মধ্যে ৫ জন পজেটিভ।
নীলফামারী জেনারেল হাসপাতালে ২৭ নমুনায় ৭ জন পজেটিভ। সৈয়দপুর উপজেলা হাসপাতালে ২৮ নমুনায় ১৬ জন পজেটিভ। ডোমার উপজেলায় ১৮ নমুনায় ৫ জন পজেটিভ। ডিমলা উপজেলায় ২ নমুনায় ২ জন পজেটিভ। জলঢাকা উপজেলায় ৬ নমুনায় ৩ জন পজেটিভ। কিশোরীগঞ্জ উপজেলায় ১ নমুনায় ১ জন পজেটিভ।
নীলফামারী জেলায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় চলমান সরকারি বিধি-নিষেধ প্রতিপালন করার লক্ষ্যে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১২০টি মামলায় এক লাখ ৬ হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়। ১৯জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন, ঠাকুরগাঁওয়ের চারজন, গাইবান্ধার দুইজনসহ রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের একজন করে রয়েছেন। একই সময়ে নতুন করে ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্র : বিডি২৪লাইভ
এম এউ, ০৪ জুলাই