ঢালিউড

আমি এখনো এই জন্য মরি নাই : পরীমনি

ঢাকা, ০৪ জুলাই – ফেসবুকে ফের একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড পেজে একটি লেখা শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখনো এই জন্য মরি নাই, জানো….।’

যে লেখাটি নায়িকা শেয়ার করেছেন সেটি তাকে নিয়ে লেখা। ‘নষ্ট দৃষ্টিতে পরীমনির অধিকার ও এক মার্জারের আত্মকথা!’ শীর্ষক শিরোনামে ওই লেখাটি নাইম ইসলাম নিবির নামের একজন লিখেছেন। আর সেই লেখা শেয়ার করেই নায়িকা ওই মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বন্ধু অমি ও ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনকে আসামি করে মামলা করেন নায়িকা।

এন এইচ, ০৪ জুলাই

Back to top button