চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, শনাক্তের রেকর্ড

চুয়াডাঙ্গা, ০৪ জুলাই- চুয়াডাঙ্গায় করোনার সংক্রমন কমলেও মৃত্যুর সংখ্যা কমেনি বরং দিন দিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন প্রাণ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হিসেবে মৃতের সংখ্যা ১১৩ জন। উপসর্গ নিয়ে গত ৬ দিনে মৃতের সংখ্যা ৫৫ জন। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় রেকর্ড ১৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ৪১৫ জনের র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৩৩ দশমিক ৭৩ শতাংশ। এর আগে গত শুক্রবার ছিল ৩৭ দশমিক ৩৭ শতাংশ আর শনিবার ছিল ৩৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রুগির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৩ জন। আর গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা ১৫০ শয্যা করোনা ডেডিকেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা দাঁড়াল জেলায় ৯৮ জন ও জেলার বাইরে ১৫ জনসহ মোট ১১৩ জন। বর্তমানে চুয়াডাঙ্গা করোনা আক্রান্ত রুগি রয়েছে ১ হাজার ১৯৫ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৭৫ জন ও বাকি ১ হাজার ১২০ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। চুয়াডাঙ্গা করোনা ডেডিকেটেড হাসপাতালের রেড জোন ও ইয়োলোজন মিলে প্রায় দেড় শতাধিক রুগি ভর্তি রয়েছে।

এদিকে চুয়াডাঙ্গায় ৭দিনের কঠোর লকডাউনের আজ চতুর্থ দিন। লকডাউন কার্যকর করতে নির্বাহী ম্যাজিষ্ট্রটদের নেতৃত্বে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি’র পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় সবধরনের যানবাহন, দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। বের হলেই আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ছে। এছাড়া লকডাউন বাড়ির বাইরে বের হওয়া, স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন মামলায় জেলা প্রশাসনের ১৫ টি মোবাইল কোর্টে গতরাত সাড়ে ১০ টা পর্যন্ত ৯৬ টি মামলায় ১০৪ জনকে ৯১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ।

সুত্রঃবিডি২৪লাইভ.কম

Back to top button