গাজীপুর
কাপাসিয়ায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় গরুর হাটের ইজারাদারসহ ১৭জনের বিরুদ্ধে মামলা-অর্থদণ্ড
গাজীপুর, ০৪ জুলাই – গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাজারে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় গরুর হাটের ইজারাদারসহ ১৭জনের বিরুদ্ধে মামলা ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা শনিবার এ আদালত পরিচালনা করেন।
ইউএনও মোসা. ইসমত আরা বলেন, স্বাস্থ্যবিধি না মেনে উপজেলার বারিষাব ইউনিয়নে গিয়াসপুর বাজারে গরুর হাট পরিচালনা করা অভিযোগে গরুর হাটের ইজারাদার মোহাম্মদ সেলিমকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন কাপাসিয়া বাজারে মাস্ক ব্যবহার না করায় ১৬ জন ক্রেতা/বিক্রেতাকে ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/ ০৪ জুলাই