ময়মনসিংহ

ময়মনসিংহে করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৪

ময়মনসিংহ, ০৪ জুলাই – ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী জেলায় শনাক্তের হার শতকরা ২৫ শতাংশ ছাড়িয়েছে। এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে, ওই বিজ্ঞপ্তিতে মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

এর মধ্যে জেলার সদর উপজেলার ১৩২ জন, ঈশ্বরগঞ্জে ২ জন, মুক্তাগাছায় ৩ জন, গৌরীপুর ৪ জন, ত্রিশালে ১৪ জন, ভালুকায় ২ জন, ফুলবাড়িয়ায় ৩ জন, ফুলপুরে ৩ জন, তারাকান্দায় ৫ জন, হালুয়াঘাটে ১ জন, গফরগাঁওয়ে ৫ জন, নান্দাইলে ১০ জন।

তিনি আরও বলেন, করোনায় মৃতদের নাম প্রকাশ না করলেও ঠিকানা প্রকাশ হয়েছে। জেলার ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশালে ১ জন করে করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১১৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৫৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২ হাজার ৩৩টি, এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮২ হাজার ১২ টি। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৩৮ জন, সুস্থ হয়েছেন ৭ হাজার ১৯৩ জন এবং মোট মৃত্যু ৮৮ জন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৪ জুলাই

Back to top button