তিনদিনে ময়মনসিংহে ১০ লক্ষাধিক টাকা জরিমানা
ময়মনসিংহ, ০৪ জুলাই – সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল নজীরবিহীন। তৃতীয় দিনেও জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা।
নগরীতে খুবই অল্প সংখ্যক রিকশা ছাড়া তেমন কোনো যান চলাচল করেনি। দোকান, মার্কেট, শপিংমলসহ সকল বিপণিবিতান বন্ধ থাকায় পুরো নগরী ছিলো একদম ফাঁকা। বিশেষ কারণ ছাড়া সাধারণ মানুষ বাইরে বের হলে তাদের প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। কারণ দর্শাতে না পারলে জরিমানা করাসহ তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া বিধিনিষেধ তৃতীয় দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ১৪৩৮টি মামলায় ১০ লাখ ১৪ হাজার ৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রথমদিন ৫২৫ মামলায় ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা ও দ্বিতীয়দিন ৫৭০ মামলায় ৪ লাখ ৬ হাজার ৬৯৫ টাকা এবং তৃতীয় দিন শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩৪৩ মামলায় ২ লাখ ৯ হাজার ৮৩০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, জেলার ১৩ উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন ম্যাজিস্ট্রেট পুরো ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান চালাচ্ছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি অভিযান পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনকে সহায়তা করছে। এছাড়া রাতভর টহলের জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ জুলাই