গোপালগঞ্জ

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু

গোপালগঞ্জ , ০৪ জুলাই – গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

এছাড়া এ সময়ে করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (০৩ জুন) সকালে ও শুক্রবার (০২ জুন) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালে হাসপাতালে সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলেন পিরোজপুরের নাজিরপুরের হাতেম আলীর স্ত্রী জোবেদা বেগম (৬৫), একই এলাকার হালিম হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৪৫) ও গোপালগঞ্জের মুকসুদপুরের শাজাহান মিয়া (৭২)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের মনির শেখ (৬৫) ও কোটালীপাড়া উপজেলার নৈয়েরবাড়ী গ্রামের রাজেন্দ্যে নাথ জয়ধরের ছেলে বিশ্বনাথ জয়ধর (৬০)।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক জানান, করোনা আক্রান্ত হয়ে জোবেদা বেগম, পাপিয়া বেগম ও শাজাহান মিয়া এবং উপসর্গ নিয়ে মনির শেখ ও বিশ্বনাথ জয়ধর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে ও শুক্রবার রাতে তারা মারা যান।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন ও শেষকৃত্যের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ জনের। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২৮৬ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ জুলাই

Back to top button