অন্যান্য

কোনো সিদ্ধান্ত হয়নি হকির সভায়

ঢাকা, ০৪ জুলাই – প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি টাকা দিয়েছেন প্রিমিয়ার হকির জন্য। নতুন সভাপতিও পেয়েছে হকি ফেডারেশন। কিন্তু প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে কোন সিদ্ধান্তই নিতে পারছেন না কর্মকর্তারা।

শনিবার লিগ নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় লিগ কমিটি। কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সভা।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের কথায়, ‘বাইলজসহ বিভিন্ন বিষয় নিয়ে লিগ কমিটির ভার্চুয়াল সভায় আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

প্রায় আড়াই বছর ধরেই টার্ফে নেই প্রিমিয়ার হকি লিগ। সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল হকির সর্বোচ্চ এই আসর। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিমিয়ার লিগের জন্য এক কোটি টাকা দিয়েছেন। ফেডারেশনের সভাপতি সাবেক এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। কিন্তু তাতেও কোন পরিবর্তন হয়নি হকির।

প্রিমিয়ার হকি লিগ কবে শুরু করা যায়, কবে দলবদল হবে- ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির বহুল প্রতীক্ষিত সভাটি শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই।

ইউসুফ বলেন, ‘দু’ঘণ্টা সভা হয়েছে আমাদের। বাইলজের বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়নি, কারন বাইলজে কিছু পরিবর্তন করতে হবে। অনেকে বিদেশি খেলোয়াড় আনতে চাইছে। আবার কেউ কেউ দেশিদের নিয়েই আগ্রহী। আমরাও সেভাবে বাইলজ তৈরী করতে চাই। যারা বিদেশি আনতে চায়, আনতে পারবে। সব কিছু নিয়েই ভাবতে হবে আমাদের। তাই বাইলজের পরিবর্তন দরকার।’

তিনি যোগ করেন, ‘ভারতে যদি করোনা বেড়ে থাকে তাহলে আগ্রহী ক্লাবগুলো অন্য দেশ থেকে খেলোয়াড় আনবে। তবে সহসাই আরেকটি সভা আয়োজন করা হবে। ওই সভায় দলবদল ও লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৪ জুলাই

Back to top button