গোপালগঞ্জ

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে জরিমানা

গোপালগঞ্জ, ০৪ জুলাই – গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি না মানা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে বিভিন্ন অংকে ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন জেলা শহরসহ ৫ উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পরা, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, দোকান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে বিভিন্ন অংকে ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সরকার ঘোষিত ৭ দিনের কঠোর স্বাস্থ্যবিধি যাতে সাধারণ মানুষ মেনে চলেন, সেজন্য আগামী দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৪ জুলাই

Back to top button