কুষ্টিয়া

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৩

কুষ্টিয়া, ০৪ জুলাই – কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬০৯ জনের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ শতাংশ।

শনিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৬২ জন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে দৌলতপুরের ৪৫ জন, সদরের ৩৬ জন, কুমারখালী, খোকসার ৩১ জন করে, ভেড়ামারার ২৭ জন এবং মিরপুরের ২৩ জন রয়েছেন। মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন সদর উপজেলার, একজন কুমারখালী ও একজন মিরপুর উপজেলার বাসিন্দা।

কুষ্টিয়ায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪৯৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৬৫ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২২৮ জন।

এদিকে করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়ায় চলমান লকডাউন আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরনের দোকা ন, শপিংমল বন্ধ থাকবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৪ জুলাই

Back to top button