সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিধিনিষেধ না মানায় ১১৯ ব্যক্তিকে জরিমানা

সিরাজগঞ্জ, ০৪ জুলাই – লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় সিরাজগঞ্জে ১১৯ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুলাই) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলা সদরসহ ৯টি উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালতে ১০৭টি মামলায় জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে শনিবার (৩ জুলাই) জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বিধিনিষেধ না মানায় ১০৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১১৯ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৭০ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

সূত্র : আরটিভি
এম এউ, ০৪ জুলাই

Back to top button