জাতীয়
দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ মাহবুব তালুকদার
ঢাকা, ০৪ জুলাই – নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার দ্বিতীয়বার নমুনা পরীক্ষাতেও করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (৩ জুন) সন্ধ্যায় তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
কমিশন বৈঠকে বিভিন্ন সময় ভিন্নমত প্রকাশ করে আলোচনায় আসা মাহবুব তালুকদার গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। শরীর কিছুটা সুস্থ হলে পরেরদিন ২০ জুন কেবিনে নেয়া হয়।
মুহাম্মদ এনাম উদ্দীন আরও বলেন, আজকে শনিবার দ্বিতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবারও পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। যদিও বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি আগে থেকেই ভুগছেন। এর আগে বেশ কয়েকবার ছুটি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ যান মাহবুব তালুকদার।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৪ জুলাই