লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলে ১৫৪ ব্যক্তিকে জরিমানা
টাঙ্গাইল, ০৪ জুলাই – কঠোর লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৪ জনকে ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করা এবং আড্ডা দেয়ায় অভিযোগে এ জরিমানা করা হয়। এ ছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সকলকে সচেতন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের গঠিত বিশেষ টিম অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩৮ জনকে ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। জেলার সদর উপজেলা, কালিহাতী, ঘাটাইল এবং মির্জাপুর উপজেলায় এ জরিমানা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবী।
অন্যদিকে নাগরপুরে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ৩০ জনকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এছাড়াও ঘাটাইলে ১১ জনকে ৭ হাজার ৫৫০ টাকা, সখীপুরে ১০ জনকে ৪ হাজার ২শ’ টাকা, মির্জাপুরে ১৫ জনকে ১৯ হাজার ৭শ’ টাকা, কালিহাতীতে ১৭ জনকে ৭ হাজার ৭শ’ টাকা, মধুপুরে ১৯ জনকে ৮ হাজার ২শ’ টাকা, ভূঞাপুরে ৭ জনকে ১ হাজার ৯শ’ টাকা, বাসাইলে ৩ জনকে ২ হাজার জরিমানা করা হয়।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৪ জুলাই