মধ্যপ্রাচ্য

আমিরাতসহ ৪ দেশের সঙ্গে সৌদির বিমান চলাচল বন্ধ

রিয়াদ, ০৩ জুলাই – করোনার সংক্রমণের কারণে চার দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

রোববার রাত ১১টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এসব দেশে থাকা সৌদি আরবের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতাভূক্ত হবেন না। করোনার নতুন ধরনে সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ফ্লাইট বাতিল হওয়া দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তান। সূত্রটি জানিয়েছে, সৌদি নাগরিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরাসরি বা বক্রপথে এই চারটি দেশ ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

যারা স্থানীয় সময় রোববার বেলা ১১টার আগে সৌদি আরবে পৌঁছাবেন, তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। তবে দেশটিতে প্রবেশের পর সৌদি বা বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে, গত ৩০ মে থেকে আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগালসহ ১১টি দেশের ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছিল সৌদি আরব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৩ জুলাই

Back to top button