উত্তর আমেরিকা

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন বাইডেন

ওয়াশিংটন, ০৩ জুলাই – করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য শুক্রবার তিনি দেশবাসীকে সতর্ক করেন। এদিন তিনি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়া জামাইকান অভিবাসী মার্কিনী সান্দ্রা লিন্ডসের হাতে ‘আউটস্ট্যান্ডিং সিটিজেন’ অ্যাওয়ার্ড তুলে দেন। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অব্যহতভাবে চলছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ডেল্টা বা করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বাড়ছে। আগের তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি করোনা সংক্রমণ বেড়েছে। এ পরিস্থিতিতে যেসব মার্কিনী এখনও করোনার টিকা নেননি, তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমি উদ্বিগ্ন যে, যারা এখনও ভ্যাকসিনপ্রাপ্ত হননি, তারা এ ভ্যারিয়েন্টে (ডেল্টা) সংক্রমিত হতে পারেন এবং আরও যারা ভ্যাকসিনপ্রাপ্ত নন, তাদের মধ্যে এটি ছড়িয়ে দিতে পারেন।’ তবে আগের মতো দেশব্যাপী করোনার বড় ধরণের বিস্তার ঘটবে না বলে তিনি মনে করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ০৩ জুলাই

Back to top button