বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১৯৬ জনকে জরিমানা
বাগেরহাট, ০৩ জুলাই – বাগেরহাটে চলমান কঠোর লকডাউনের মধ্যে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯৬ জনকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মামলা হয়েছে ১৮৪টি। ১৩টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন এলাকায় গত দুইদিন অভিযান চালিয়ে এই জরিমানা করে।
স্থানীয়রা লকডাউনের মধ্যে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করলে কারাদণ্ড দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, কঠোর লকডাউনের তৃতীয় দিনেও শহরের দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাট ফাঁকা। রাস্তায় মানুষের উপস্থিতি কম। গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি।
পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব রাস্তায় টহল দিচ্ছে।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হচ্ছে।
বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে জরিমানা করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, বাগেরহাটে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সংক্রমণ রোধে লকডাউন ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে কাজ করছে।
কঠোর লকডাউনের মধ্যেও গ্রামের চায়ের দোকানগুলোতে মানুষের বসে আড্ডা দেয়াটা বন্ধ হয়নি। এ কারণে প্রশাসন আরও কঠোর হচ্ছে। আগে শুধুমাত্র জরিমানা করা হচ্ছিল এখন থেকে জেল দেয়া হবে।
বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, এই অভিযান নিয়মিত চলবে।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ০৩ জুলাই