ক্রিকেট

সাইফের ফিফটিতে প্রথম সেশনে ভালো অবস্থানে বাংলাদেশ

হারারে, ০৩ জুলাই – উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসানের ফিফটিতে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনে ভালো অবস্থানে বাংলাদেশ। ২৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান।

সাইফ হাসান ৬১ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন ভোজে গিয়েছেন। এর আগে সাজঘরে ফিরেন সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনার ৩০ বল খেলে কোনো রান করতে পারেননি। পেসার লুক জংউইর বলে জয়লর্ড গাম্বির হাতে ক্যাচ দেন সাদমান।

ঢাকা লিগে দারুণ ফর্মে থাকা সাইফ জিম্বাবুয়েতেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। অতি রক্ষণাত্মক না খেলে উইকেটের চারিপাশে শট খেলে রান তুলছেন ডানহাতি ব্যাটসম্যান। ৬১ রানের ইনিংস সাজাতে ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। শটগুলিতে ছিল আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং ও প্লেসমেন্ট।

অফস্টাম্পের বাইরে ধারাবাহিক বল করে পেসাররা তাকে পরীক্ষা নিয়েছেন। সাইফ মনোবল হারাননি। বরং ধীরস্থির থেকে রান তুলেছেন। বিরতির আগের ওভারে বোলিংয়ে এসেছিলেন অফস্পিনার রয় কাইয়া। তার এক ওভারে এক ছক্কা, চারে ১১ রান তুলেছেন সাইফ। আরেকপ্রান্তে থাকা শান্তও দারুণ ব্যাটিং করছেন। রান তোলায় তাড়াহুড়ো নেই। ৫৬ বলে ২৭ রান করেছেন ৪ চার ও ১ ছক্কায়।

প্রস্তুতি ম্যাচে তামিম ও মুশফিককে ছাড়া খেলছে বাংলাদেশ। সাকিব, মুমিনুল মাহমুদউল্লাহ, মিরাজরা রয়েছেন একাদশে। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশেও রয়েছে মূল স্কোয়াডে একাধিক খেলোয়াড়।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৩ জুলাই

Back to top button