টলিউড

শুভশ্রীর ফ্যাট থেকে ফিট হওয়ার মন্ত্র

কলকাতা, ০৩ জুলাই – ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মা হওয়ার পর তার ওজন বৃদ্ধি পায়। তবে ওজন কমানোর জন্য এই অভিনেত্রীর তাড়াহুড়ো নেই। বরং নির্দিষ্ট নিয়ম মেনেই ওজন ঝড়াচ্ছেন তিনি।

ছেলে যুবানের জন্মের সময় শুভশ্রীর ওজন ছিল ৯২ কেজি। তবে এখন অনেকটাই ওজন কমিয়ে এনেছেন। ফ্যাট থেকে ফিট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাড়িতেই যোগ ব্যায়াম ও ওয়ার্কআউট করছেন এই নায়িকা।

শুক্রবার (২ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তারই এক ঝলক দেখালেন শুভশ্রী। জিমের পোশাকে যোগ ব্যামের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘কোনো বিষয়ে সেরা হওয়াটা মূল কথা নয়, বরং জরুরি নিজের যত্ন নেওয়া।’

ইতোমধ্যে ছোট পর্দায় ফিরেছেন শুভশ্রী। ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা গেছে তাকে। এতে তার সঙ্গে আছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও টলিউড অভিনেতা জিৎ। এছাড়া শুভশ্রী অভিনীত ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

এন এইচ, ০৩ জুলাই

Back to top button