ব্রাজিলের কাছে হেরে রেফারিকে ‘ভাঁড়’ বললেন ভিদাল!
কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলের সঙ্গে হেরে বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন চিলি। পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ধরে রাখলেও অর্ধেক সময় ১০ জন নিয়ে খেলা ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি তারা। ম্যাচ শেষে আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাওকে দুষলেন চিলির অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদাল। তার মতে, পুরো ম্যাচের নায়ক হতে চেয়েছিলেন রেফারি নিজেই। যদিও ম্যাচের সিদ্ধান্তগুলো পুড়িয়েছে সেলেসাওদের।
আজ শনিবার ভোরে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে দ্বিতীয়ার্ধের পুরো সময় একজন নিয়ে কম খেলেও ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ব্রাজিলের চেয়ে একজন বেশি থাকার পরেও ম্যাচে ফিরতে পারেনি চিলি। একবার অবশ্য বল জালে জড়িয়েছিল তারা, কিন্তু অফসাইডের কারণে তাও বাতিল করে দেন রেফারি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ প্রকাশ করেন ভিদাল। তিনি বলেন, ‘আমরা খুবই হতাশ। আমাদের আরও অনেক বেশি প্রাপ্য ছিল। এ ধরনের ম্যাচে এমন রেফারি প্রয়োজন, যিনি ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল, যিনি পক্ষপাতহীন ও ম্যাচের ভাঁড় হতে চান না।’
গ্রুপ পর্বে একমাত্র বলিভিয়ার সঙ্গে জিতেছিল চিলি। আসরে খুব একটা উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই তাদের। ব্রাজিলের সঙ্গে ঘুরেও দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে খেলতেছিল তারা। তবে ঠিক পেরে উঠতে পারেনি। পুরো ম্যাচে ব্রাজিলের ১৩টি ফাউল ধরেন রেফারি। এর মধ্যে ৪৯তম মিনিটি সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়েন ফরোয়ার্ড জেসুস। তাতেও মন ভরেনি চিলির। দলটির এই মিডফিল্ডার বলেন, ‘স্রেফ আমরা গোলটাই করতে পারিনি। মাঠে যদি এমন রেফারি থাকে যে আমাদের খেলতেই দিচ্ছে না, সবসময় খেলা থামিয়ে দিচ্ছে এবং যেভাবে সে-ই মাঠের তারকা, তাহলে কাজটা কঠিন।’
ম্যাচ রেফারির সমালোচনা করলেও টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ব্রাজিলের প্রশংসা করতে ভোলেননি ভিদাল। তার মতে, ‘আমরা টুর্নামেন্টের ফেবারিটদের কাছে হেরেছি, যারা খেলছে ঘরের মাঠে। অন্তত মাথা উঁচু করেই বিদায় নিতে পারছি আমরা।’
সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ জুলাই