আইন-আদালত

অবৈধ সম্পদ ও মানিল্ডারিং মামলায় ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে চার্জগঠন

ঢাকা, ২০ অক্টোবর- অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের মামলায় চার্জগঠন করে আগামী ২৭ অক্টোবর সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ চার্জগঠনের আদেশ দেন।

সাক্ষ্য গ্রহণকালে মিজানুর রহমান ও তার ভাগনে পুলিশের এসআই মাহমুদুল হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মিজানের তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

এদিকে দুদক কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের আরও অডিও রেকর্ড ছাড়ার দুদক চেয়ারম্যানের প্রতি হুমকি দিয়েছেন ডিআইজি মিজান।

আদালতে ডিআইজি মিজানের পক্ষে অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমজী এবং তার ভাগ্নে মাহমুদুল হাসানের পক্ষে অ্যাডভোকেট শাহিনুর রহমান অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থণা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালতের নির্দেশে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় ডিআইজ মিজান কিছু বলতে চান। তখন দুদক আইনজীবী তাকে বলেন, উত্তর দিন দোষী না নির্দোষ। তখন ডিআইজি মিজান বলেন, অবশ্যই নির্দোষ। মাহমুদুল হাসানও একই উত্তর দেন। এরপর তাদের কাছে জানতে চাওয়া হয়, তারা কি বিচার চান? ডিআইজি মিজান বলেন, অবশ্যই ন্যায়বিচার চাই। তবে মিডিয়া ট্রায়াল যেন না হয়। এরপর বিচারক এজলাস থেকে নেমে যান।

আরও পড়ুন: আগাম জামিন পেলেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে গত ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত ১ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং তাকে পুলিশে সোপর্দ করেন। গত ২ জুলাই আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র : বনিকবার্তা
এম এন / ২০ অক্টোবর

Back to top button