ক্রিকেট

বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে চান শ্রীলঙ্কান লিগে

কলম্বো, ০৩ জুলাই- শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। জুলাইয়ের শেষ দিকে শুরু হতে যাওয়া এলপিএলের ড্রাফটে নাম লিখিয়েছেন সাকিব আল হাসানসহ সাত ক্রিকেটার।

এলপিএলে খেলার আগ্রহ দেখিয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও।

শ্রীলঙ্কা ক্রিকেটের সহসভাপতি রাভিন বিক্রমারত্নে ক্রিকইনফোকে বলেন, ‘গতবারের সাফল্যই পার্থক্যটা গড়ে দিয়েছে। অনেকেই এখন এলপিএলে খেলতে চায়। এটা আমাদের লিগ ও আমাদের ক্রিকেটের জন্য ভালো খবর।’

শ্রীলঙ্কান লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন যাঁরা

বাংলাদেশ : সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া : উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসন, জেমস ফকনার ও বেন কাটিং।

ওয়েস্ট ইন্ডিজ : নিকোলাস পুরান, শেলডন কটরেল, রায়াদ এমরিত, রবি রামপল, ডোয়াইন স্মিথ, দিনেশ রামদিন, জনসন চার্লস, রোম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড।

পাকিস্তান : হারিস সোহেল, ওয়াকাস মকসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মকসুদ, শান মাসুদ, আনোয়ার আলী ও আম্মাদ বাট।

দক্ষিণ আফ্রিকা : রাইলি রুশো, জন জন ট্রেভর স্মটস, মরনে মরকেল, রাসি ফন ডার ডুসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, হার্ডাস ভিলজোয়েন ও ডেভিড উইসে।

আফগানিস্তান : আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, উসমান শিনওয়ারি, রহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও কায়েস আহমেদ।

সূত্রঃ এনটিভি

Back to top button