ফরিদপুর

ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭০

ফরিদপুর, ০৩ জুলাই – ফরিদপুরে করোনায় গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭১ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭০ জন ব্যক্তি। এতে শনাক্তের হার ৪৫.৮৫। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭১ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৭০। আক্রান্তের হার ৪৫.৮৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩২৭ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৩১৭ জন।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘন্টায় ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই এবং উপসর্গ নিয়ে আরো চার জন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৪১ জন।

তথ্যসূত্র: সমকাল
এস সি/০৩ জুলাই

Back to top button