গাজীপুরে বাল্যবিবাহ দিতে গিয়ে জরিমানার মুখে কনের বাবা
গাজীপুর, ০৩ জুলাই – গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাল্যবিবাহের আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
শুক্রবার মধ্যরাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরে কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
উভয়পক্ষের মুচলেকা নিয়ে মেয়ের বিয়ে ঠেকালেন কাপাসিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোসা: ইসমাত আরা।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, কাপাসিয়া সদরে কলেজ রোডের বাসায় মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি শুক্রবার রাতে তার কিশোরী মেয়ের বাল্যবিবাহ আয়োজন করেন এমন খবর পেয়ে সেখানে যাই। পরে খবরের সত্যতা মিললে বাল্যবিবাহ বন্ধ করে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ‘লকডাউন’-এ সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে বাল্যবিবাহ আয়োজন করায় মেয়ের বাবা মো. রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ওই বিয়ে না দেয়ার জন্য মেয়ের পক্ষ ও ছেলের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যার পর উজেলার বিভিন্ন এলাকায় সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৩ জুলাই ২০২১