এশিয়া

মালয়েশিয়ায় শ্রমিকদের করানো হচ্ছে জবরদস্তিমূলক শ্রম

কুয়ালালামপুর, ০৩ জুলাই – মালয়েশিয়ার মানবপাচার সংক্রান্ত সবচেয়ে বড় অপরাধ হচ্ছে জবরদস্তিমূলক শ্রম। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

এক দিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তাদের মানবপাচার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে মালয়েশিয়ার অবস্থানকে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ক্যারি জনস্টন টেলিকনফারেন্স সাংবাদিকদের জানিয়েছেন, মালয়েশিয়ায় মানবপাচারের শিকার অধিকাংশই অভিবাসী শ্রমিক। সরকারি নথি অনুযায়ী, এদের সংখ্যা প্রায় ২০ লাখ। এর বাইরেও আরও বিশাল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে।

তিনি বলেন, ‘এই খাতে প্রাথমিকভাবে আমরা অনেক বেশি জবরদস্তিমূলক শ্রম দেখেছি- যেটি মালয়েশিয়ার মধ্যে অপরাধের প্রধান রূপ, যার মধ্যে পামঅয়েল ও কৃষিখাত, নির্মাণ খাত, ইলেকট্রনিক্স, গার্মেন্ট ও রাবার শিল্প রয়েছে।

জনস্টন জানান, অধিকার গ্রুপ ও মার্কিন কর্তৃপক্ষ কৃষি ও কারখানায় অভিবাসী শ্রমিকদের ব্যাপক নিপীড়নের অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে তালিকায় মালয়েশিয়ার অবনমন ঘটেছে।

এ ব্যাপারে মালয়েশিয়া কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া মার্কিন প্রতিবেদনের ব্যাপারে এখনও সরকারি কোনো মন্তব্য আসেনি।

তথ্যসূত্র: রাইজিংবিডি
এস সি/০৩ জুলাই

 

Back to top button