গাজীপুরে ট্রাকচাপায় দুইজন নিহত
গাজীপুর, ০৩ জুলাই – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত রিকশাচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শুক্রবার (২ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর থানার আশগ্রাম এলাকার ইসমাইল হোসেনের ছেলে নবাব আলী (৪৫) এবং গাইবান্ধা সদর থানার নাসিরাবাদ এলাকার মৃত নূর ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫)। নবাব আলী গাজীপুরে ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন এবং জয়নাল আবেদীন গার্মেন্টসে চাকরি করতেন।
আহতরা হলেন- সৈয়দ রোমন আহমেদ (৩৫), মো. বাবু (২৪), হজরত আলী (৫৫) এবং অপরজনের নাম জানা যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে রিকশাচালক নবাব আলী সফিপুর যাচ্ছিলেন। রিকশাটি মৌচাক এলাকায় পৌঁছানোর পর যাত্রী নামাচ্ছিলেন তিনি। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের রিকশাসহ পাশের আরেকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নবাব আলী মারা যান। এসময় স্থানীয়রা আহত অবস্থায় পাঁচজনকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজন আহতের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ০৩ জুলাই