নোয়াখালী

নোয়াখালীতে ১২৫ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী, ০৩ জুলাই – নোয়াখালীতে সরকার ঘোষিত সাতদিনের লকডাউনের দ্বিতীয় দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২৫টি মামলায় ৮৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) দিনব্যাপী জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে করোনা রোধে ২ জুলাই দিনব্যাপী নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২১টি টিম অভিযান চালিয়ে ১২৫ মামলায় ৮৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, করোনার সংক্রমণ রোধ করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে। সমাজে আইন অমান্য করার প্রবণতা রয়েছে। লকডাউন থাকা সত্ত্বেও মানুষজন নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, সারাদেশের ন্যায় নোয়াখালীতেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাতদিন কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, মানুষকে সচেতন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠনের লোকজনও কাজ করে যাচ্ছে। সংক্রমণ রোধে লকডাউন আরও কঠোর করা হবে। প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক।

সূত্র : রাইজিংবিডি
এম এউ, ০৩ জুলাই

Back to top button