চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, নতুন শনাক্ত ২৬২

চট্টগ্রাম, ০৩ জুলাই – চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬২ জনের। শনাক্তের হার ২৫ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৩৪.১৭ শতাংশ। এ সময়ে মৃত্যু হয়েছিল চার জনের।

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ১ হাজার ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৯৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি নগরের বাইরের বাসিন্দা।

চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত ৭১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলার ২৩২ জন। এছাড়া জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৯৯৯ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৬ হাজার ৭৪৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৩ হাজার ২৫৫ জন।

এর আগে ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২১ জন। মৃত্যু হয়েছিল চারজনের। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ। বৃহস্পতিবার (১ জুলাই) আক্রান্ত হয়েছিলেন ৫৫২ জন। মৃত্যু হয়েছিল পাঁচজনের। শনাক্তের হার ছিল ২৬.৭৭ শতাংশ। বুধবার (৩০ জুন) হয়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। করোনা শনাক্ত হয়েছিল ৩৯৯ জনের। শনাক্তের হার ছিল ২৯.২৫ শতাংশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ জুলাই

Back to top button