আইপিএলের অবসরে দুবাই সৈকতে উষ্ণতা ছড়ালেন শাহরুখকন্যা
আবুধাবি, ২০ অক্টোবর- চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২০। যেখানে খেলছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিজের দলের খেলা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে পরিবারের সকল সদস্যদের নিয়ে দুবাই গিয়েছেন কিং খান।
এরইমধ্যে বেশ কয়েকবার দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা গেছে শাহরুখ খান ও তার পরিবারের সদস্যদের। বাবার সঙ্গে মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিতে দেখা গিয়েছিলো বলিউডের এই অভিনেতার মেয়ে সুহানা খান ও ছেলে আরিয়ান খানকেও।
আরও পড়ুন: দর্শক কি কারণে ক্যাশ টাকা দিয়ে মানহীন সিনেমা দেখবে: আফসারী
বাবার সঙ্গে ম্যাচ দেখার পাশাপাশি দুবাইয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন শাহরুখকন্যা। তাও আবার ‘হট’ অবতারে।
সম্প্রতি দুবাইয়ের একটি সমুদ্রের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে সুহানা খানকে। যেখানে বেশ আবেদনময়ী হিসেবে ধরা দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সুহানা। যেখানে ২০ বছর বয়সী সুহানার পরনে দেখা গেছে কালো রঙের স্লিভলেস শার্ট ও ডেনিমের শর্টস।
আডি/ ২০ অক্টোবর