চট্টগ্রামে মামা-ভাগ্নি এক সঙ্গে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা
চট্টগ্রাম, ০২ জুলাই – চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ এনায়েত হোসেন (৪৫) ও মোসাঃ মরিয়ম বেগম (৩৫)।
গতকাল গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে মামা-ভাগ্নি। মামা এনায়েত টেকনাফ থেকে ইয়াবা কিনে আনেন আর ভাগ্নি মরিয়ম তা বিক্রি করেন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, এনায়েত ও মরিয়ম মতিয়ারপুল এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। মামা এনায়েত টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে আনে। চট্টগ্রামে সেসব ইয়াবা বিক্রি করে ভাগ্নি মরিয়ম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মতিয়ারপুল এয়ার আলী মসজিদের সামনে পাকা রাস্তার উপর গেলেই এনায়েত ও মরিয়ম পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের উভয়ের কাছ থেকেই ৫০টি করে ইয়াবা উদ্ধার করা হয়। মামা এনায়েতের বিরুদ্ধে বাকলিয়া ও লক্ষ্মীপুর থানায় দুটি মামলা রয়েছে। ভাগ্নি মরিয়মের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
তথ্যসূত্র: আরটিভি
এস সি/০২ জুলাই