রূপচর্চা

চেহারার ক্লান্তিভাব দূর করতে ৬টি মেকআপ টিপস

রাতে ঘুম না হলে পরদিন স্বচ্ছন্দে কাজ করাটা চ্যালেঞ্জ হয়ে ওঠে। আর ঘুম ঘুম এবং অবসন্ন ভাব থেকে যায় চেহারা ও চালচলনে। তবে মেয়েরা সহজেই কিছু মেকআপের যাদু দিয়ে চেহারায় সজীবতা ফিরিয়ে আনতে পারেন। এখানে বিশেষজ্ঞরা দিয়েছে দারুণ কার্যকর কিছু টিপস। চেহারায় ক্লান্তি ছাপ দূর হবে এবং বেশ ঝরঝরেও দেখাবে।

১. ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন : 
উষ্ণ বিছানা থেকে উঠেই ঠাণ্ডা পানিতে মুখটা ধুয়ে ফেলুন। স্বাভাবিক তাপমাত্রার চেয়েও হালকা বরফ মেশানো বা ফ্রিজের ঠাণ্ডা পানি ব্যবহার করুন। চেহারা থেকে ঘুমের ঘোরলাগা ভাব কেটে যাবে। এমনকি চোখের নিচে ফোলাভাব থাকলে তাও চলে যায় সেখানে বরফ লাগালে। আইস ব্যাগে কিছু বরফের কিউব রেখে তা চোখের নিচে লাগান ১০ মিনিট ধরে, কাজ হয়ে যাবে।

২. কনসিলার ব্যবহার করুন : 
ঠাণ্ডা পানির ঝাপটায় বেশ ফ্রেস লাগবে। কিন্তু একটু পরই আবার চোখের নিচে নির্ঘুম ভাব ফুটে উঠতে পারে। তাই এই অংশে কনসিলার ব্যবহার করুন। আগে চেহারায় ফাউন্ডেরশন লাগিয়ে নিন। এরপর চোখের নিচে কনসিলার দিন।

৩.আই ল্যাশ:
চোখের পাপড়িগুলো ওপরের দিকে কিছুটা বাঁকিয়ে নিন। এর জন্যে একটি আই ল্যাশ কারলারস ব্যবহার করতে হবে। এ কাজটি করলে চোখের সাদা অংশ স্পষ্ট দেখা যাবে। এতে মনে হবে আপনি একেবারে ফ্রেস ঘুম দিয়ে বের হয়েছেন।

৪. আইলাইনারের জাদু : 
এবার নতুন একটি টিপস নিন। সারা জীবন তো কালো রংয়ের আইলাইনার বা কাগল ব্যবহার করেছেন। এবার সাদা রংয়ের আইলাইনার ব্যবহার করুন। এতে চোখের সতেজ ভাব ফুটে ওঠে।
চেহারার ক্লান্তিভাব দূর করতে ৬টি মেকআপ টিপস

৫. চিবুকে ব্লাশ :
মাত্র তিরিশ সেকেন্ড সময় ব্যয় হবে। ক্লান্ত চেহারা দূর করুন চিবুকে হালকা ব্লাশ করে। একমাত্র রং-ই আপনার চেহারার অবসন্নভাব ঢেকে দিতে পারে।

৬. ঠোঁটে উজ্জ্বল রং : 
নির্ঘুম রাতের পর ঠোঁটে গ্লসি এবং উজ্জ্বল রংয়ের লিপস্টিক ব্যবহার করুন। এতে আপনার চেহারা পুরোপুরি বদলে যাবে। সেখানে কোথাও ক্লান্তির ছাপ খুঁজে বের করতে পারবেন না।

Back to top button