বিজ্ঞান ও প্রযুক্তি

উগ্রবাদে জড়িতদের শনাক্তের ফিচার আনছে ফেইসবুক

উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুক।

দ্য ভার্জ জানিয়েছে, ফেইসবুক যদি মনে করে আপনি কোনো উগ্রবাদী মতাদর্শের ব্যক্তিকে চেনেন কিংবা এ ধরনের কনটেন্ট সমর্থন করেন তাহলে আপনাকে একটি লিংক পাঠানো হবে।

ফেইসবুক জানিয়েছে, নীতিমালা ভঙ্গকারী কনটেন্টগুলো রিমুভের প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। প্রক্রিয়ার অংশ হিসেবে এখন উগ্রবাদ ছড়ানো কনটেন্টগুলোতে বিশেষ নজর দেয়া হবে।

ফেইসবুক বলছে, তারা রিডিরেক্ট উদ্যোগের মাধ্যমে মৌলবাদ নিয়ন্ত্রণ করতে চাইছে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর থেকে ফেইসবুকের ওপর চাপ বাড়তে থাকে। সেই থেকে তারা রিডিরেক্ট উদ্যোগের মাধ্যমে উগ্রবাদবিরোধী লিংক যুক্তের চেষ্টা চালাচ্ছে।

উগ্রবাদের লক্ষণ, এর অপকারিতা সম্পর্কে ওই লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে কোম্পানিটি।

উগ্রবাদে জড়িত গ্রুপ থেকে কীভাবে বের হওয়া যাবে, সেই পরামর্শও দেবে ফেইসবুক।

এন এইচ, ০২ জুলাই

Back to top button