ফুটবল

প্রিমিয়ার লিগে আক্রান্তের সংখ্যা বাড়ল

সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষায় নতুন করে আটটি কেস ধরা পড়েছে বলে প্রিমিয়ার লিগ সূত্র নিশ্চিত করেছে। গত সপ্তাহে সব ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে এই পরীক্ষা পরিচালনা করা হয়। গত ১২ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু হওয়ার পর সাত রাউন্ড পরীক্ষা শেষে সব মিলিয়ে ৪২ জনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।

লিগ সূত্র জানিয়েছে, যাদের দেহে করোনা সনাক্ত হয়েছে তাদের ইতোমধ্যেই ১০ দিনের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ‘গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সর্বমোট ১৫৭৫ জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের মধ্যে এই কোভিড-১৯ পরীক্ষা পরিচালিত হয়। এর মধ্যে আটটি নতুন কেস সনাক্ত হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে আছেন।’

আরও পড়ুন: বার্সার চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু আজ

ইতোমধ্যেই সাড়া ইউরোপ জুড়ে শুরু হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি জার্মানিতেও ডিজিজ কন্ট্রোল সেন্ট্রালের রেকর্ড অনুযায়ী ২৪ ঘন্টায় ৭৮৩০জন নতুন করে আক্রান্ত হয়েছেন যা তিন দিনের মধ্যে একটি রেকর্ড। যা করোনাকালের ফুটবলকে আবারও বন্ধ করে দেওয়ার শংকা সৃষ্টি করেছে।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২০ অক্টোবর

Back to top button