গোপালগঞ্জ

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭

গোপালগঞ্জ, ০২ জুলাই – গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৬ জন মারা গেছেন।

গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ‘গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১৮০ টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৩৫ জন, টুঙ্গিপাড়ায় ০৬ জন কোটালীপাড়ায় ০ জন, কাশিয়ানীতে ৯ জন ও মুকসুদপুর উপজেলায় ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’

তিনি আরও জানান, ‘গোপালগঞ্জ জেলায় ৫১৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬২ জন সুস্থ হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪২২৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫৬ জন।’

সূত্র : সমকাল
এন এইচ, ০২ জুলাই

Back to top button